উদ্দেশ্য

১. বিজ্ঞান সংশ্লিষ্ট তৎপরতার মাধ্যমে নির্দোষ আনন্দ লাভ এবং সমাজ ও সভ্যতার প্রয়োজনে সম্ভবপর ভূমিকা পালনে আন্তরিক সংঘবদ্ধ প্রয়াস চালানো।

২. বিজ্ঞান ভিত্তিক কর্মতৎপরতার মাধ্যমে চক্রের সদস্যদের বিজ্ঞান বিষয়ক জ্ঞানের উৎকর্ষ সাধন।

৩. বিশেষভাবে শিশু-কিশোর ও তরুণদের সৃষ্টিশীল বিজ্ঞান মনীষা গড়ে তোলার নিরন্তর প্রয়াস চালানো।

৪. মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করা এবং গণমানুষকে বিজ্ঞান চর্চা করতে উদ্বুদ্ধ করা।

৫. সামগ্রিকভাবে দেশে কুসংস্কার মুক্ত বিজ্ঞান চর্চার একটি যথার্থ সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সাধ্যমত চেষ্টা করা।

৬. দেশের স্বার্থে সমীক্ষামূলক প্রকল্প গ্রহণ এবং গ্রাম্য প্রযুক্তির উন্নয়নকল্পে বিশেষ উদ্যোগ গ্রহণ।

সংগঠন পরিচালনা

অনুসন্ধিৎসু চক্র গণতান্ত্রিকভাবে পরিচালিত বিজ্ঞান চর্চার একটি কেন্দ্র। দেশের নানা স্থানে এর শাখা রয়েছে।

কাজের প্রকৃতি ও ব্যাপ্তি

জ্ঞান লাভের উদ্দেশ্যকে সফল করার জন্য সদস্যরা প্রতি সপ্তাহে/পক্ষে/মাসে একবার একত্রিত হয়। এ সভায় গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নবিদ্যা, জ্যোতির্বিদ্যা, সামাজিকবিজ্ঞান, উড্ডয়নবিদ্যা, বিজ্ঞান সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সদস্যদের সৃজনশীলতা বিকাশে বিজ্ঞান বক্তৃতা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। চক্রের সদস্য নয় এমন সদস্যরাও এ সভায় থাকতে পারেন। ব্যবহারিক কর্মসূচীতে চক্রের সদস্যরা সহজলভ্য সামগ্রী দিয়ে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও মডেল তৈরি করে। চক্র বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী, আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প, বই, পুস্তিকা, লিফলেট, পত্রিকা ও দেয়ালিকা প্রকাশ এবং পাঠাভ্যাস গড়ে তোলার কার্যক্রম সাংগঠনিকভাবে পরিচালনা করে থাকে।