অনুসন্ধিৎসু চক্রের সদস্য

আট বছরের বেশি বয়সের বিজ্ঞানাগ্রহী যে কেউ অনুসন্ধিৎসু চক্রের সদস্য হতে পারবেন।  সদস্যদের অনুসন্ধিৎসু বলে অভিহিত করা হয়। চক্র নির্ধারিত একটি সদস্য আবেদনপত্র রয়েছে।

সদস্যের ধরণ

অনুসন্ধিৎসু চক্র চার ধরনের সদস্যপত্র রয়েছে।

 

প্রাথমিক সদস্য: বিজ্ঞানাগ্রহী যে কেউ সদস্যপত্র পূরণ করে অনুসন্ধিৎসু চক্রের প্রাথমিক সদস্য পদ পেতে পারেন। অনলাইনে আবেদন করেও চক্রের প্রাথমিক সদস্য হওয়া যাবে।
পূর্ণ সদস্য: কার্যক্রম বিবেচনা করে শাখা প্রাথমিক সদস্যকালের মধ্যে সদস্যদের পূর্ণসদস্যপত্র প্রদান করে। বিশেষক্ষেত্রে চক্রের আদর্শ ও উদ্দেশ্যের সাথে একমত পোষণকারী কাউকে কেন্দ্র সরাসরি পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদান করে থাকে।
সম্মানীয় সদস্য: দেশে বিজ্ঞানের ক্ষেত্রে স্মরণীয় অবদানের জন্য, বিজ্ঞান ক্লাব আন্দোলনে বৈশিষ্টপূর্ণ অবদান রাখার জন্য কোন মহান ব্যক্তিত্বকে অনুসন্ধিৎসু চক্রের সম্মানীয় সদস্যপদ প্রদান করে কর্মের স্বীকৃতি স্বরুপ সম্মান প্রদর্শন করে থাকে।
আজীবন সদস্য: সংগঠনের কাজের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা ভূমিকা পালন করেছেন বা করছেন তাদেরকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়ে থাকে।